g দশম আইপিএলে কারা পেলেন ১১ পুরস্কার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১০ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৬শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

দশম আইপিএলে কারা পেলেন ১১ পুরস্কার

AmaderBrahmanbaria.COM
মে ২৩, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : রবিবার শেষ হল আইপিএল। রুদ্ধশ্বাস ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স হারাল রাইজিং পুণে সুপারজায়ান্টকে। আইপিএল-এর দশম সংস্করণে কে কী জিতলেন? জেনে নিন তা।

১. অরেঞ্জ ক্যাপ- অরেঞ্জ ক্যাপ জিতলেন ডেভিড ওয়ার্নার। সবথেকে বেশি রান করেছেন। সানরাইজার্স হায়দরাবাদ-এর অধিনায়ক ১৪ ম্যাচে করেছেন মোট ৬৪১ রান।

২. পারপল ক্যাপ- ১৪ ম্যাচে ২৬ উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার। সব থেকে বেশি উইকেটের মালিক তিনিই। পেয়েছেন পারপল ক্যাপ।

৩. সর্বাধিক ছক্কা— এবারের আইপিএল-এ সব চেয়ে বেশি ছক্কার মালিক গ্লেন ম্যাক্সওয়েল এবং ডেভিড ওয়ার্নার। দু’ জনেই মেরেছেন ২৬টি ছক্কা। দীর্ঘতম ছক্কা মারার জন্য পুরস্কারটি পান কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল।

৪. দ্রুতগামী পঞ্চাশ- সুনীল নারিন। কেকেআর-এর এই ক্রিকেটার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর বিরুদ্ধে ৫০ রান করতে নিয়েছিলেন মাত্র ১৫ বল।

৫. গ্ল্যাম শট অফ দ্য সিজন- এই পুরস্কারও সানরাইজার্স হায়দরাবাদ-এর দখলে। পেয়েছেন যুবরাজ সিংহ।

৬. স্টাইলিশ প্লেয়ার — গৌতম গম্ভীর এই পুরস্কার জিতেছেন।

৭. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড – গুজরাত লায়ন্স-এর অধিনায়ক সুরেশ রায়না এই সম্মান পেয়েছেন।

৮. এমার্জিং প্লেয়ার – গুজরাত লায়ন্স-এর তরুণ প্রতিভা বাসিল থাম্পি এই পুরস্কার জিতেছেন। ১২ ম্যাচ থেকে ১১ উইকেট পেয়েছেন তিনি।

৯. সিরিজ সেরা – রাইজিং পুণে সুপারজায়ান্ট-এর বেন স্টোকস ১১ ইনিংসে রান করেছেন ৩১৬। ১২ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।

১০. ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ – মুম্বই ইন্ডিয়ান্স-এর ক্রুনাল পাণ্ডে।

১১. প্রতিযোগিতার সেরা ক্যাচ – সুরেশ রায়না।

এ জাতীয় আরও খবর