পরিবহন ধর্মঘটে অচল সিলেট
AmaderBrahmanbaria.COM
মে ২১, ২০১৭
---
নিজস্ব প্রতিবেদক : সড়ক-মহাসড়কে কাগজপত্র পরীক্ষার নামে পুলিশের হয়রানি বন্ধ, সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ পাঁচ দফা দাবিতে উত্তরাঞ্চলের সকল জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। রোববার সকালে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট শুরু হয়।
ধর্মঘট চলাকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার যান। যানবাহন না পেয়ে অনেকে বাস কাউন্টারের সামনে বসে আছেন। বিশেষ করে বেশি ভোগান্তিতে পড়েছেন সারা দেশ থেকে আসা পর্যটকরা।
পাঁচ দফা দাবিসমূহ হচ্ছে, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার, সিলেট জেলা শ্রমিক লীগ সভাপতির ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল করা, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধ করা।