দ্বৈত নাগরিকত্ব আইনে প্রবাসীরা বঞ্চিত হবে না : লন্ডনে আইনমন্ত্রী
---
যুক্তরাজ্য প্রতিনিধি : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইনে সংবিধান পরিপন্থি এবং প্রবাসীদের স্বার্থ বিরোধী কিছু থাকবে না। উত্তরাধিকার সূত্রে সম্পত্তির অধিকার, বংশানুক্রমিক নাগরিকত্বের অধিকার ইত্যাদির ক্ষেত্রে প্রবাসীরা বঞ্চিত হবে না। দেশের অন্য নাগরিকদের মতোই তাদের অধিকার থাকবে।
গতকাল রবিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীদের সাথে এক বিশেষ সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রবাসীদের দাবীর প্রেক্ষিতে নতুন খসড়ায় কিছু সংশোধনী আনা হয়েছে। প্রবাসী ও তাদের সন্তানরা নাগরিকত্বের আটটি প্রবিশনের মাধ্যমে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারবেন। বংশানুক্রমিক নাগরিকত্বের ক্ষেত্রেও নিবন্ধনের সময়সীমাও তুলে নেয়া হয়েছে। তবে সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচনে দাঁড়াতে হলে অন্য দেশের নাগরিকত্ব প্রত্যাহার করতে হবে। এছাড়া দেশের কোনো সরকারি চাকুরীজীবি বিদেশে গিয়ে নাগরিকত্ব নিলে সেই চাকরি আর থাকবে না।
লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ার ডাক্তার দিপু মনি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার জাকি রেজওয়ানা আনোয়ার, ব্যারিস্টার নাজির আহমদ, সেন্টার ফর ব্রিটিশ-বাংলাদেশ পলিসি ডায়লগ এর সলিসিটির আবুল কালাম, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, ব্যারিস্টার চৌধুরী হাফিজ, গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ার নুরুল ইসলাম মাহবুব, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলাউদ্দিন, বার্মিংহাম কমিউনিটি নেতা আলহাজ্ব নাসির উদ্দিন, সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী আইনজীবী নেতা এনামুল হক, নাশিত রহমানসহ আরও অনেকে।