g তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া: প্যারাসুট দিয়ে যুদ্ধক্ষেত্রে নামানো হচ্ছে ট্যাঙ্ক | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৮শে অক্টোবর, ২০১৭ ইং ১৩ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া: প্যারাসুট দিয়ে যুদ্ধক্ষেত্রে নামানো হচ্ছে ট্যাঙ্ক

AmaderBrahmanbaria.COM
মে ১৪, ২০১৭
news-image

---

স্ট্রং ইউরোপ ট্যাঙ্ক চ্যালেঞ্জ-২০১৭ সামরিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্বের পাঁচ শক্তিধর দেশকে তাক লাগিয়ে দিল অস্ট্রিয়া। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড ও ইউক্রেনকে পিছনে ফেলে দিয়েছে তারা।  গত বছর এই প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছিল জার্মানি।

বিশেষজ্ঞদের মতে এই প্রতিযোগিতার মাধ্যমে একপ্রকার তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে দিল দেশগুলি। ইউরোপে মার্কিন সেনা কমান্ডর লেফটেন্যান্ট জেনারেল বেন হজ জানিয়েছেন, অংশগ্রহণকারী সকল দেশের ট্যাঙ্কের মধ্যে হওয়া এই প্রতিযোগিতায় আসলে প্রতিটি দেশের অত্যাধুনিক সামরিক শক্তি প্রদর্শনের সঠিক সময় ছিল। প্রতিটি দেশের সেনারা অন্যের সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।

মহড়ায় অংশ গ্রহণ করেছিল ন্যাটো বাহিনী। পাঁচ দিন ব্যাপী এই মহড়া চলেছিল জার্মানির গ্রাফেনহোর মিলিটরি ট্রেনিং গ্রাউণ্ডে।

অন্যদিকে মহড়ায় যখন ন্যাটোর দেশগুলো স্থলপথে ট্যাঙ্ক হামলার মহড়া চালাচ্ছে। তখন আরও অত্যাধুনিক মহড়ায় ব্যস্ত পুতিনের রাশিয়া। প্যারাসুটের মাধ্যমে ট্রেনিং ময়দানে ট্যাঙ্ক নামিয়ে শত্রু বিনাশের মহড়া চালাচ্ছিল তারা। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর