রাজধানীতে অবৈধ পানির ব্যবসা বন্ধে অভিযান
---
নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে পানি বাজারজাত ও ব্যবসা বন্ধে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বিএসটিআইর অনুমোদন ছাড়া পানি বাজারজাত করায় অভিযানে সাতজনকে সাত হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তাদের সাতদিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমীনের নেতৃত্বে এ পরিচালিত হয়।
তিনি জানান, বিএসটিআই’র অনুমোদন ছাড়া পানি উৎপাদন ও বাজারজাত করা অবৈধ। অভিযানে চায়ের দোকান ও পিকআপ ভ্যান থেকে বিএসটিআইর অনুমোদনহীন ও অপরিষ্কার পানির চারশ প্লাস্টিকের জার জব্দ করা হয়। পরে পানিসহ জারগুলোকে ধ্বংস করে দেয়া হয়।
বিএসটিআই’র সহকারী পরিচালক মো. রেজাউল হক বলেন, এখন থেকে পুরো রমজান মাস নিয়মিত পানির অবৈধ ব্যবসা বন্ধে অভিচান চালানো হবে।
        




বার্মিজ পণ্য বর্জনের ডাক গণজাগরণ মঞ্চের
                
‘বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিমা বিসর্জন’
                
কোনো রোহিঙ্গা ক্যাম্পের বাইরে গেলে পুলিশকে খবর দিন : আইজিপি
                
ব্যাপক প্রস্তুতি নিউইয়র্কে : জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুই হবে প্রধান এজেন্ডা
                
রাজধানীতে আজ থেকে যেসব রাস্তায় মিছিল-সমাবেশ বন্ধ
                
দেশের ৬০-৭০ শতাংশ এলাকাই এখন উন্নত : অর্থমন্ত্রী
                
রাখাইনে ‘সেফ জোন’ তৈরির প্রস্তাব বাংলাদেশের