অভিজ্ঞতাই রিয়ালের মূল শক্তি : রোনালদো
---
স্পোর্টস ডেস্ক :সেমিফাইনালের ফিরতি লেগে অ্যাটলেটিকোর বিপক্ষে হেরেও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদের। প্রথম লেগে রোনালদোর হ্যাটট্রিকে পাওয়ায় ৩-০ গোলের জয়টাই দলটিকে ফাইনাল যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ফিরতি লেগে ২-১ গোলে হারলেও ফাইনালে উঠতে সমস্যা হয়নি লস ব্লাঙ্কোসদের।
তবে ব্যক্তিগত পারফরম্যা্ন্স ছাপিয়ে রিয়ালের অভিজ্ঞতাই এ ক্ষেত্রে মূল শক্তি বলে মনে করছেন রোনালদো। এ নিয়ে রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠছে রিয়াল। দীর্ঘ অভিজ্ঞতাই শক্তিশালী অ্যাটলেটিকোর বিপক্ষে বৈতরণী পার হতে সহায়তা করেছ বলে বিশ্বাস পতুর্গিজ অধিনায়কের।
এল লারগুয়েরোকে দেওয়া সাক্ষাতকারে রোনালদো বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল এক গোল হলেই তাদের হারাতে পারবো। অভিজ্ঞতায় এগিয়ে থাকায় আমরা সেটা করে দেখিয়েছি। যে কোনো কিছুই হওয়া সম্ভব। আমি দেখেছি দল খুব ভালো খেলেছে। দলের নিয়মিত কিংবা অনিয়মিত খেলোয়াড়রা বেশ ভালো করেছে।’
চ্যাম্পিয়নস লিগে এবার সর্বোচ্চ গোল রোনালদোর। ইউরোপ সেরার এ মঞ্চে চলতি মৌসুমে ১০ গোলের সঙ্গে সতীর্থদের ছয় গোলে ভূমিকা রাখেন তিনি। রিয়ালকে শেষ চার বছরে এ নিয়ে তিনবার ফাইনালে তোলতে দুর্দান্ত ভূমিকা রাখলেন রোনালদো।