কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ১১ তম জন্মদিন পালিত
---
নিজস্ব প্রতিনিধি : কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ১১ তম জন্মদিন পালিত। রাজধানীর দক্ষিণখান কাওলায় দলের নিজস্ব কার্যালয়ে সোমবার কেকে কেটে স্বাগত জানানো হয় নতুন বছরকে। প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান এই শ্লোগানে ২০০৬ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ান্তিতে আনুষ্ঠানিক ভাবে নাট্য চর্চা করার লক্ষ্যে যাত্রা শুরু করে দলটি। এপর্যন্ত ভারত, বাংলাদেশ ও নেপালে দলটি সাফল্যের সাথে বিভিন্ন নাটক মঞ্চায়ন করেছে। দেশের জাতীয় পর্যায়ে ভিন্নধারার নাটক পরিবেশন করে দলটি সবার প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। এপর্যন্ত দলটি ২৮ টি নাটকের ৩৬৫ টি মঞ্চায়ন সম্পূর্ণ করেছে। কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ১১ তম বর্ষের পর্দাপনের কেকে কাটের সম্মেলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ পথ নাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এদিকে কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ১১ তম বর্ষ উৎযাপন উপলক্ষ্যে বিভিন্ন নাট্য দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।