g আয়েশা জীবন সংগ্রাম করুণ কাহিনী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২১শে অক্টোবর, ২০১৭ ইং ৬ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

আয়েশা জীবন সংগ্রাম করুণ কাহিনী

AmaderBrahmanbaria.COM
মে ৯, ২০১৭

---

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা অনেক অসহায় নারী তাদের জীবন যুদ্ধ করে চালাচ্ছে। এরকম এক নারী আয়েশা বেগম (৪০) স্বামী মৃত আব্দুর রশীদ।তার ঘরে রয়েছে ছয়টি সন্তান।  আয়েশা স্বামী হারিয়েছে অনেক দিন আগে। পিতা হারা ছয় সন্তান কে নিয়ে বসবাস করেন ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা কবরস্থানের পশ্চিম পাশের বস্তিতে।
স্বামীকে হারিয়ে ছয় সন্তানের জননী আয়েশা বেগম নিজের এবং নিজের সন্তানের ভরন পোষনের জন্য কখনো ভিক্ষাবৃত্তি অবলম্বন করেননি। সন্তানদের নিয়ে কোনো রকম অভাব অনটন এবং দুঃখ-দুর্দশার মধ্য দিয়ে দিন যাপন করছেন।
চোখে অনেকটা ঝাপসা দেখেন তিনি । অভাবের তাড়নায় সঠিক চিকিৎসাও করাতে পারেন না, তাই অন্য যে কোন কাজ করতে পারেন না তিনি । দীর্ঘ একটা সময় বাবুর্চীর সহযোগী ছিলেন। আর এখন রোদে পুড়ে ,বৃষ্টিতে ভিজে ইট ভাঙেন। আয়েশা বেগমের মতো পরিশ্রমী মহিলাদের প্রয়োজন কিছুটা সামাজিক সহযোগীতা এবং সমাজের মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি।

এ জাতীয় আরও খবর