আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজ!
---
নিউজ ডেস্ক : আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষকের নাম এবিএম শহীদ উদদৌলা। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।
বৃহস্পতিবার বিকাল থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে শহীদ উদদৌলার ভাই শফিক উদদৌলা তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ২৮০) দায়ের করেছেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম নিখোঁজের তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, শহীদ উদদৌলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এরপর থেকে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। নিখোঁজ শহীদ তাবলিগ জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন।
জিডির তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মোশারফ হোসেন বলেন, নিখোঁজ শিক্ষকের মোবাইল কখনো খোলা কখনো বন্ধ পাওয়া যাচ্ছে। তার অবস্থান ঢাকার মধ্যেই রয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।বাংলাট্রিবিউন