g প্রেসিডেন্টের নতুন সংবিধানের প্রস্তাব, বিক্ষোভে উত্তাল ভেনিজুয়েলা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ১৫ই জুলাই, ২০১৭ ইং ৩১শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

প্রেসিডেন্টের নতুন সংবিধানের প্রস্তাব, বিক্ষোভে উত্তাল ভেনিজুয়েলা

AmaderBrahmanbaria.COM
মে ৩, ২০১৭

---
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নতুন সংবিধান তৈরির প্রস্তাবে আবারো বিক্ষোভে ফুঁসে উঠেছে দেশটি। চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের মধ্যে বিক্ষোভরত সরকারবিরোধীরা দেশটিতে আগাম নির্বাচনেরও দাবি জানিয়ে আসছে।
বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখায় রাজধানী কারাকাস প্রায় অচল হয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। গত এক মাসের বিক্ষোভে ভেনিজুয়েলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন।
এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের মন্তব্য, ক্ষমতায় টিকে থাকার জন্য মাদুরো নতুন সংবিধানের পরিকল্পনা করেছেন। তবে প্রতিবেশী দেশ ব্রাজিল এটিকে ‘গণ-অভ্যুত্থান’ হিসেবে বর্ণনা করেছে।
অবশ্য বিরোধী দলীয় নেতা হেনরিক কাপ্রিলেস বলছেন, নির্বাচন যেন না হয়, সেটাই তার (মাদুরো) ঘোষণার মূল উদ্দেশ্য। মাদুরোর এই উদ্দেশ্য প্রতিহত করতে বিক্ষোভকারীরা ভেনিজুয়েলার রাস্তাতেই থাকবে বলে ঘোষণা দেন তিনি।
ভেনিজুয়েলায় গত কয়েক বছর ধরেই ভয়াবহ খাদ্যাভাব এবং মুদ্রাস্ফীতি চলছে। আর সেজন্য প্রেসিডেন্ট মাদুরোকে দায়ী করে বিরোধীদলগুলো। বুধবারের জন্যও বিশাল একটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কাপ্রিলেসকে হারিয়ে জয়ী হন বামপন্থী নিকোলাস মাদুরো। গত মাসে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কাপ্রিলেসকে মিরান্দা রাজ্যের গভর্নরের পদ থেকে বহিষ্কার করা হয়। তবে তার দাবি এ বহিষ্কারাদেশ ‘অসাংবিধানিক’। বিবিসি।

এ জাতীয় আরও খবর