রবিবার, ৭ই মে, ২০১৭ ইং ২৪শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানের ‘রকেট হামলা’, ভারতীয় সেনা কর্মকর্তা নিহত

AmaderBrahmanbaria.COM
মে ২, ২০১৭

 

আন্তর্জাতিক ডেস্ক :জম্মু-কাশ্মিরের ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, সীমান্তে বন্দুক হামলার পাশাপাশি রকেট হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সংবাদমাধ্যমের একাংশ বলছে, পাকিস্তান সেনাবাহিনীর রকেট হামলায় ওই দুই সেনার প্রাণহানি হয়। তবে আরেক অংশ বলছে, গোলাগুলিতেই নিহত হয়েছেন ওই দুই ভারতীয় সেনা। ঘটনার প্রেক্ষিতে জম্মু-কাশ্মিরে হাই এলার্ট জারি করেছে ভারত।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার ভারত-পাকিস্তান সীমান্তরেখার পাশে কৃষ্ণঘাট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়, কোনও ধরনের উসকানি ছাড়াই সোমবার সকালে গুলি ছুড়তে শুরু করেন পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা।

হিন্দুস্তান টাইমসের খবরে ভারতীয় সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিকে উদ্ধৃত করে বলা হয়েছে, পাকিস্তানি সেনারা অতর্কিত হামলা চালায়। এ সময় গুলি ও স্প্লিন্টারের আঘাতে ৩ জন আহত হয়। আহত তিনজনের মধ্যে বিএসএফের হেড কনস্টেবল প্রেম সাগর ও সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার নিহত হন। এছাড়া আহত অপর এক বিএসএফ জওয়ানের অবস্থা স্থিতিশীল রয়েছে; তবে তিনি শঙ্কামুক্ত।

এরআগে শনিবার ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে পুঞ্চে বিএসএফের সেনাছাউনি লক্ষ্য করে লাগাতার মর্টার হামলার অভিযোগ করে।

সেনা নিহত হওয়ার পর গোটা জম্মু-কাশ্মীরে জারি করা হয়েছে হাই-অ্যালার্ট। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা অভিযোগ করেন, জঙ্গিদের ভারতে ঢোকার সুযোগ করে দিতে পাকিস্তান সেনাবাহিনী কভার ফায়ারিং করে। এবারও পাকিস্তান সেনাবাহিনী একই ঘটনা ঘটিয়েছে সন্দেহে ওই হাই এলার্ট জারি করা হয়।

গত বছর চিরবৈরী এ দুই দেশের সীমান্তের লাইন অব কন্ট্রোলের কাছে অন্তত ২২৮ বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চল কমান্ডের এক বিবৃতিতে পাক সেনাবাহিনীর এ ধরনের অপ্রীতিকর হামলার জবাব যথাযথভাবে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়েছে।