রবিবার, ৭ই মে, ২০১৭ ইং ২৪শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

গরুর জন্য অ্যাম্বুলেন্স

AmaderBrahmanbaria.COM
মে ২, ২০১৭

অনলাইন ডেস্ক : গরুদের জন্য অ্যাম্বুলেন্স। এটি নিছক পরিকল্পনা নয়। এই পরিষেবার উদ্বোধনও হয়ে গেল বেশ ঘটা করেই।

ভারতের লখনৌতে উদ্বোধন করলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। নিজের ফেসবুক পেজে সেই উদ্বোধনের ছবিও দিয়েছেন।

প্রকল্পটির নাম দেওয়া হয়েছে গৌবংশ চিকিৎসা মোবাইল ভ্যান। সেই অ্যাম্বুলেন্সের ভেতর একজন পশু চিকিৎসক থাকবেন। কোন গরু আহত বা অসুস্থ হলে তাকে সেই ভ্যানে করে নিয়ে যাওয়া হবে গোশালায়। সেখানে থাকবেন অভিজ্ঞ পশু চিকিৎসক। তিনি উপযুক্ত চিকিৎসার পর গরুটিকে আবার অ্যাম্বুলেন্সে ফিরিয়ে আনা হবে পুরনো জায়গায়। অথবা, প্রয়োজন মনে করলে তিনি গোশালায় গরুটিকে রেখেও দিতে পারেন।

আপাতত এই পরিষেবা চালু হচ্ছে লখনৌ, বারাণসী, মথুরা, এলাহাবাদ, গোরখপুর এলাকায়। পরে রাজ্যের বিভিন্ন জেলায় চালু হবে।