রবিবার, ৭ই মে, ২০১৭ ইং ২৪শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

কিমের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

AmaderBrahmanbaria.COM
মে ২, ২০১৭

 

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট জং উনের সাথে দেখা করতে চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।

সোমবার সংবাদ সস্থা ব্লুমবার্গে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনা প্রশমিত করার জন্য উপযুক্ত পরিস্থিতিতে তিনি প্রেসিডেন্ট কিম জং উনের সাথে কথা বলতে চান।

পরে হোয়াইট হাউজের প্রেস সচিব শ্যান স্পিকার ট্রাম্পের বক্তব্য ব্যাখ্যা করে বলেন, সাক্ষাতের পুর্বে উত্তর কোরিয়াকে অবশ্যই কতগুলো শর্ত পালন করতে হবে। তিনি বলেন, উত্তর কোরিয়ার পরমানু কর্মসূচির ইতি দেখতে চায় ওয়াসিংটন।

এর আগে দেশটির সিবিএস টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান ‘ফেস দা ন্যাশন’ এ এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প কিম জং উনকে অনেক বুদ্ধিমান নেতা বলে উল্লেখ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন কিমের বাবা মারা যাবার পর ২৬ কি ২৭ বছর বয়সে তিনি ক্ষমতায় আসেন। এত কম বয়সে একজন ক্ষমতায় এসেছেন, সেটা নিশ্চয়ই অনেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে; কিন্তু তিনি সেটা ধরে রেখেছেন, অবশ্যই কিম বুদ্ধিমান ব্যক্তি।