ইতিহাস তৈরি করেই চলেছে বাহুবলী ২
বিনোদন ডেস্ক :বলিউডের সব রেকর্ড ভেঙে দিয়ে ইতিহাস তৈরি করেই চলেছে ‘বাহুবলী ২’। গত শুক্রবার ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পায় এই সিনেমা। টিএনএনের খবরে বলা হয়েছে, দেশে ও বিদেশে মুক্তি পাওয়া ছবিটি থেকে তিন দিনে আয় হয়েছে ৫০৬ কোটি রুপি। এর মধ্য ভারতে ৩৮৫ কোটি এবং বিদেশে ১২১ কোটি রুপি। যুক্তরাষ্ট্র, কানাডা, উপসাগরীয় দেশ এবং অস্ট্রেলিয়ার ধামাকা করেছে।
নতুন ইতিহাস গড়ে ‘বাহুবলি-২’ হাজারির ক্লাব খুলে তাকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন বক্স অফিস সংশ্লিষ্টরা। হিন্দি ভার্সনটির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন। করণ এ দিন টুইট করেন, ‘ঐতিহাসিক উইকেন্ড। তিন দিনে বাহুবলি ২-এর হিন্দি ভার্সনের আয় ১২৮ কোটি টাকা। আশাতীত…।’
বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। তার মধ্যে ভারতে প্রায় সাড়ে ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। এটাও রেকর্ড। শেষ পর্যন্ত হিসাবটা কোথায় গিয়ে দাঁড়ায় সে দিকেও তাকিয়ে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি।
বাংলাদেশের দর্শকদের মধ্যেও প্রথম কিস্তির শেষ অংশের আকর্ষণ ‘কাটাপ্পা কেন বাহুবলিকে খুন করেন’ তা নিয়ে আগ্রহের কমতি নেই। তাই ‘বাহুবলি-২’ নিয়ে তারাও ব্যাপক উৎসাহী। বাহুবলির নায়ক প্রভাসের ভক্ত সংখ্যাও দিন দিন বাড়ছে।
সালমান খানের ‘সুলতান’ এবং আমির খানের ‘দঙ্গল’ মুক্তি পাওয়ার পরই বক্স অফিসে রেকর্ড তৈরি করেছিল। এবার সবকিছুকে ছাপিয়ে অবিশ্বাস্য সাফল্য পেল এস এস রাজমৌলির ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। গত শুক্রবার চারটি ভাষায় মুক্তি পেয়েছে বড় বাজেটের এই ছবিটি। আর মুক্তির দ্বিতীয় দিনই রেকর্ড অঙ্কের ব্যবসা করে অনেককে তাক লাগিয়ে দিয়েছে বাহুবলীর সিক্যুয়েল। ‘বাহুবলী’র মতো ‘বাহুবলী ২’ সিনেমাটিকে ঘিরে দর্শকের উন্মাদনার শেষ নেই।
রীতিমতো ধামাকা তুলেছে সারা দেশে। প্রভাস, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, দাগ্গুবতী, রামাইয়া কৃষ্ণান ও সত্যরাজ অভিনীত দক্ষিণের এই ছবি দেখতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন দর্শকেরা। এ ছাড়া দর্শকের চাপ দেখে অতিরিক্ত শো প্রদর্শনের ব্যবস্থাও করতে হয়েছে বিভিন্ন এলাকার হল কর্তৃপক্ষকে।