রবিবার, ৭ই মে, ২০১৭ ইং ২৪শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

অবশেষে বিদ্যুৎ পেল উত্তর ও দক্ষিণ জনপদের বিস্তীর্ণ এলাকা

AmaderBrahmanbaria.COM
মে ২, ২০১৭

নিউজ ডেস্ক : ঝড়ের কারণে বন্ধ হয়ে যাওয়া জাতীয় বিদ্যুৎ গ্রিডের একটি সঞ্চালন লাইন অবশেষে সচল হয়েছে। বিকেল ৪ টার দিকে লাইনটি সচল হয়েছে।

ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত জাতীয় বিদ্যুৎ গ্রিডের একটি সঞ্চালন লাইন ‘ট্রিপ করায়’ আজ সকাল থেকে দেশের উত্তর ও দক্ষিণ জনপদের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। বরিশাল, রাজশাহী, খুলনা ও রংপুর জোনে বিদ্যুৎ সরবাহ বন্ধ হয়ে যাওয়ায় সেসব এলাকার সব বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনও বন্ধ হয়ে গেছে।

আজ মঙ্গলবার সকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদপ্তরের পরিচালক সাইফুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, জাতীয় গ্রিডে ঘোড়াশাল, সিরাজগঞ্জ, আশুগঞ্জ, ঈশ্বরদী ২৩০ সঞ্চালন লাইন ট্রিপ করায় দেশের উত্তর ও দক্ষিণবঙ্গে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।