কলকাতার বিপক্ষে ওয়ার্নারের ঝড়ো সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক :জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সেঞ্চুরি তুলে নিয়েছেন সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। এদিন অধিনায়কের সেঞ্চুরির সাথে সাথে ৪৮ রানের জয়ও পেয়েছে ওয়ার্নারের দল।
টস হেরে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৩৯ রান তোলেন ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। এর মধ্যে ৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ১৩৯ রানের মাথায় ব্যক্তিগত ২৯ রানে আউট হন ধাওয়ান। ১৭১ রানের মাথায় ফিরে যান ডেভিড ওয়ার্নার। যাওয়ার আগে ৫৯ বলে ১২৬ রান করে যান। যেখানে ১০টি চারের পাশাপাশি ৮টি ছক্কার মার ছিল। স্ট্রাইক রেট ছিল ২১৩.৫৫।
ওয়ার্নার ফিরে যাওয়ার পর কেন উইলিয়ামসন ব্যাট হাতে শাসন করতে থাকেন কলকাতার বোলারদের। তিনি ইনিংসের শেষ বলে ৪০ রান করে আউট হন। ২৫ বলে ৫ চারে এই রান করেন তিনি। তার সঙ্গে যুবরাজ সিং ৬ রানে অপরাজিত থাকেন। তাতে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৯ রানের বড় সংগ্রহ পায় হায়দারাবাদ।
বল হাতে কলকাতার ক্রিস ওকস ১টি উইকেট নেন। বাকি দুটি উইকেট রান আউটের কোটা থেকে আসে।