কক্সবাজার থেকে ৩৬ কোটি ৩০ লাখ টাকার ১২ লাখ ইয়াবা উদ্ধার
---
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পানের বরজ থেকে চারটি বস্তা থাকা ১২ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ৩৬ কোটি ৩০ লাখ টাকা বলে বিজিবি জানান। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া-কুড়েরমুখ-সংলগ্ন এলাকার পানের একটি বরজ থেকে এই ইয়াবা বড়ি উদ্ধার করে টেকনাফ ২ বিজিবি। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, ওই এলাকা দিয়ে ইয়াবা বড়ির একটি বড় চালান বাংলাদেশে আসছে বলে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে বিজিবি কয়েকটি বিশেষ টহল দল সংশ্লিষ্ট এলাকায় নজরদারি করতে থাকে।
এক পর্যায়ে বিজিবির একটি দল অভিযানে গিয়ে পানের একটি বরজের ভেতরে চারটি বস্তা উদ্ধার করে। বস্তাগুলো খুলে ইয়াবার বড়ি পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, তারা এককভাবে এ পর্যন্ত ইয়াবা বড়ির যত চালান আটক করেছে, তার মধ্যে আজকের চালানটি সর্ববৃহৎ। এর আগে গত ১৬ এপ্রিল টেকনাফ থেকে ৯ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি আটক করেছিল বিজিবি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক বলেন, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে বিজিবির টহল জোরদার করায় এখন মাদক ব্যবসায়ীরা গভীর সমুদ্র দিয়ে ইয়াবা বড়ির চালান পাচার করছে। তাই সমুদ্র টহল ও নজরদারি আরও বাড়াতে হবে।
বিজিবি জানায়, আজ উদ্ধার হওয়া ইয়াবার বড়ি টেকনাফে বিজিবির ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে। পরবর্তী সময়ে তা ধ্বংস করা হবে।
সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সচল হবে মঙ্গলবার
সীমান্তে অপেক্ষায় হাজারো রোহিঙ্গা
গুলিবিদ্ধ হয়ে অনুপ্রবেশ, চমেকে রোহিঙ্গার মৃত্যু
রক্ষা পায়নি ২৫ দিনের শিশুটিও
লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার সুযোগ খুঁজছে

‘সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’
