বৃহস্পতিবার, ৪ঠা মে, ২০১৭ ইং ২১শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

জঙ্গি আবুর লাশ নিবেন না মা

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৮, ২০১৭

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘অপারেশন ঈগল হান্টে’ নিহত নব্য জেএমবি নেতা আবুর লাশ নেবেন না বলে জানিয়েছেন তার মা ফুলসানা বেগম।শুক্রবার সকালে নিজ বাড়িতে বসে তিনি একথা জানান।

তবে ফুলসানা বেগম আবুর দুই মেয়ের সব দায়িত্ব নিতে রাজি আছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোবারকপুরের শিবনগর গ্রামের ‘জঙ্গি আস্তানায়’ পরিচালিত অভিযানে আবুসহ ৪ জঙ্গি নিহত হয়।

সেখান থেকে আবুর স্ত্রী সুমাইয়া ও চার বছরের মেয়ে সাহিদাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরেক মেয়ে নুরী (৭) তার নানীর কাছে রয়েছে।

শুক্রবার সকালে নিহত আবুর স্ত্রী সুমাইয়াকে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।জঙ্গি আবুর গ্রামের বাড়ি

এদিকে, সকালে জঙ্গি আস্তানা থেকে লাশগুলো উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছে। নিহত চার জঙ্গি পরনে একই রঙের কালো গেঞ্জি ও জিনসের প্যান্ট রয়েছে বলে জানা গেছে।

শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম জানিয়েছেন, কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত শিবনগর গ্রামে ১৪৪ ধারা বহাল থাকবে।