বৃহস্পতিবার, ৪ঠা মে, ২০১৭ ইং ২১শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

কোরআন তেলাওয়ারত অবস্থায় মারা গেলেন বিখ্যাত ক্বারি (ভিডিওসহ)

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৮, ২০১৭

নিউজ ডেস্ক : একটি লাইভ অনুষ্ঠানে পবিত্র কোরআন শরিফ তেলাওয়াত করার সময় ইন্দোনেশিয়ার বিখ্যাত ক্বারি শেখ জাফর আবদুর রহমান মারা গেছেন।

একটি সরকারি অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের সময় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

তেলাওয়াত করতে থাকা অবস্থায় তার হঠাৎ স্তব্ধ হয়ে যাওয়ার ভিডিও ক্লিপ ইন্দোনেশিয়াসহ অন্যত্র ভাইরাল হয়ে পড়েছে।

সোশ্যাল অ্যাফেয়ার্স মন্ত্রী খফিফা ইন্দের পারভানের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে তিনি সূরা আল মুলক তেলাওয়াত করছিলেন।

ইন্দোনেশিয়ার ধর্মানুরাগী মুসলমানরা তার এভাবে মৃত্যুবরণ অসাধরণ এক সম্মানজনক মৃত্যু বলে মনে করছে।

খালিজ টাইমস জানায়, ক্বারি শেখ জাফর আবদুর রহমান মারাত্মক হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন।

ঘটনাস্থল থেকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি মৃত।