কুরআন তেলাওয়াতরত অবস্থায় মৃত্যুবরণ করলেন ক্বারী
---
আন্তর্জাতিক ডেস্ক :ইন্দোনেশিয়ার বিখ্যাত ক্বারী এবং কুরআনের শিক্ষক শেইখ জাফার আব্দুর রহমান কুরআন তেলাওয়াতরত অবস্থায় ইন্তেকাল করেছেন। সূরা মুলক তেলাওয়াত করতে করতে তিনি মারা যান।
ইন্দোনেশিয়ার সমাজকল্যাণ মন্ত্রী খুফিফা ইন্দার পারাওয়ানসার উপস্থিতিতে এক অনুষ্ঠানে তিনি তেলাওয়াত করছিলেন। অনুষ্ঠানটি সে সময় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।
২৪ এপ্রিল সোমবার এ ঘটনা ঘটলেও বিষয়টি চাউর হয় বৃহস্পতিবার নাগাদ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
মৃত্যুর আগ মুহূর্তে শেইখ জাফর আব্দুর রহমান পবিত্র কুরআনের মুলক সূরার দ্বিতীয় আয়াতটি পড়ছিলেন যেখানে মৃত্যুর প্রতি ইঙ্গিত করা হয়েছে। ওই আয়াতে বলা হয়েছে, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন যে, তোমাদের মধ্যে কর্মে কে উত্তম? তিনি পরাক্রমশালী, অতীব ক্ষমাশীল।
আয়াতটি তেলাওয়াত করার সময়ই ওই ক্বারীর কণ্ঠস্বর ধীরে ধীরে দুর্বল হয়ে আসে এবং তিনি স্টেজেই অজ্ঞান হয়ে পড়েন। এর কয়েক মিনিট পরই তার মৃত্যু হয়।