ব্রাহ্মণবাড়িয়া প্রবল বর্ষণে মৈাসুমী ফল ব্যবসায়ী বিপাকে
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কয়েকদিনের প্রবল বর্ষণে মৌসুমী ফল ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্রেতা শূন্য হওয়ায় পাইকার ও খুচরা ব্যবসায়ীরা সীমাহীন লোকসানের বোঝা বইতে হচ্ছে।সকাল থেকে থেমে থেমে বৃষ্টি এক দিকে ক্রেতা শূন্য আবার অন্যদিকে ঘরে রাখা কাচাঁমাল পচন ধরাতে তারা পড়েছে চরম বিপাকে পড়েছে ।কথা হয় সোহান মিয়ার সাথে সে জানায়, পাচঁ/সাতদিনের প্রবল বর্ষণে আমাদের লোকসানের কোন হিসাব নেই। ছোট এক গাড়ি কলা কুষ্টিয়া থেকে আনছি ষাট্র হাজার টাকাদিয়ে বৃষ্টির কারণে খুচরা দোকান কলা না নেওয়ায় বিক্রি হইছে পচিঁশ হাজার টাকা বাকি গুলো বেশির ভাগই ঘরে থেকে পচঁন ধরেছে। এক লক্ষাধিক টাকার বগুড়া থেকে সব মিলিয়ে সওর হাজার বিক্রি করছি তাও আবার অর্ধেকের উপর বাকি। জানিনা আমাদের কপালে কি আছে । এভাবে প্রতিচালানে লোকসান হলে আমাদের ফলের ব্যবসা ছেড়ে দিতে হবে।