ধর্মনিরপেক্ষ জোট চাই : নবীনকে মমতা
আন্তর্জাতিক ডেস্ক : সফরের শেষদিনে ওড়িশ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকশেষে মমতা জানান, কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। আর নবীন জানালেন, মমতার সঙ্গে হয়েছে সৌজন্য সাক্ষাৎ। তবে রাজনৈতিক মহল মনে করছে ওড়িশ্যা সফরে গিয়ে আঞ্চলিক দলগুলোকে এক সঙ্গে আনার তদবির শুরু করে দিলেন মমতা। বৈঠকের পরেই মমতার বক্তব্যে ফুটে উঠেছে কেন্দ্রের প্রতি ক্ষোভ। তাঁর কথায়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করতে হবে। এর জন্য তাঁর নিদান, আঞ্চলিক দলগুলোকে একজোট হয়ে বিজেপিকে রুখতে হবে। ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে একজোট করতে হবে। ধর্মের নামে বিভাজন করে ভোটের ফায়দা তোলার অপচেষ্টা রোখা দরকার বলে মনে করেন মমতা। নবীন পট্টনায়কের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয়ের কথাও মনে করিয়ে দেন মমতা।
উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে জয়ের পরে এবার বিজেপির লক্ষ্য বাংলা এবং ওড়িশ্যা। সদ্য ভুবনেশ্বরে শেষ হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। সেখানে বাংলা এবং ওড়িশা জয়ের প্রস্তাব পাস হয়েছে। ওড়িশার পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিজেপি। কংগ্রেসকে হঠিয়ে দ্বিতীয় স্থানে মোদির দল। দক্ষিণ কাঁথির উপ-নির্বাচনেও বামেদের অনেক পেছনে ফেলে দ্বিতীয় স্থানে বিজেপি। এবার তাদের লক্ষ প্রথম হওয়া। এই অবস্থায় আঞ্চলিক দলগুলোকে একজোট করে বিজেপিকে রোখার কাজ শুরু করলেন মুখ্যমন্ত্রী। সূত্র: আজকাল