শনিবার, ২২শে এপ্রিল, ২০১৭ ইং ৯ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

গাছ কেটে বিপাকে ঋষি কাপুর, দায়ের মামলা

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২০, ২০১৭

 

বিনোদন ডেস্ক :বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরকে শো-কজ নোটিশ পাঠাল বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি)৷ অভিযোগ, বটগাছের ডাল ছাঁটার নামে পুরো গাছটিকেই মুড়িয়ে কেটে ফেলছেন তিনি৷ এনিয়ে বুধবার মুম্বইয়ের খার পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিএমসি৷

জানা গিয়েছে, ঋষি কাপুরের পালি হিলের বাংলো চত্বরে একটি বটগাছ রয়েছে৷ একটি নির্মাণের জন্য পুরনিগম থেকে গাছটির ছ’টি ডাল ছাঁটার অনুমতি নিয়েছিলেন তিনি৷ যদিও গাছটি মুড়িয়ে কেটে ফেলেছেন বলে অভিযোগ করছে পুরনিগম৷ ওই কাজের জন্য বান্দ্রার এক ঠিকাদারকে নিয়োগ করেন ঋষি৷ ওই ঠিকাদারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে বিএমসি৷ অভিযোগ পত্রে পুরনিগম জানিয়েছে, ছ’টি ডাল ছাটার নাম গাছটির প্রায় সবকটি ডালই ছেটে ফেলেছেন ঋষি৷ তাই বনসংরক্ষণ আইনের আওতায় তার বিরুদ্ধে পুলিশকে মামলা দায়ের করার আর্জি জানিয়েছে পুরনিগম৷
যদিও এবিষয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন ঋষি কাপুর৷ গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না৷ তিনি শুধু কয়েকটি ডাল ছাঁটার অনুমতি নিয়েছিলেন৷ তাঁর বক্তব্য বাংলো চত্বরে নির্মাণের দ্বায়িতে ছিলেন ওই ঠিকাদার৷ হয়তো অনিচ্ছাকৃত ভাবে এই কাজটি করে ফেলেছেন তিনি৷ বর্ষীয়ান ওই অভিনেতা আরও অভিযোগ জানিয়েছেন, মিথ্যে বিতর্কে জড়িয়ে তাঁকে হয়রান করার চেষ্টা করছে কিছু লোক৷ এ বিষয়ের সমাধানে আইনি পদক্ষেপ নেবেন তিনি৷

তবে এবিষয়ে ঋষি কাপুরের পাশে দাঁড়িয়েছেন সমাজকর্মী জরু বাথেনা৷তাঁর বক্তব্য, ডাল ছেটে ফেলায় গাছটি হয়তো মরবে না৷তবে আবার বেড়ে উঠতে গাছটির বেশ কয়েকবছর সময় লাগবে৷ এছাড়াও পুরনিগম নিজেই এ ধরনের ছাঁটাই করে তাহলে কোন মুখে অভিনেতা ঋষি কাপুরকে দায়ী করছেন তারা৷