শনিবার, ২২শে এপ্রিল, ২০১৭ ইং ৯ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

ফেসবুকে ঘোষণা দিয়ে অভিনেত্রীর আত্মহত্যার চেষ্টা!

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৯, ২০১৭

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী শাহলা ইসলাম তমা গতকাল মঙ্গলবার রাতে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে ঘোষণা দিয়ে এই আত্মহত্যার চেষ্টা চালালে রীতিমতো শঙ্কিত হয়ে পড়েন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। গতকাল রাতে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে লেখা ছিল ঘুমের ওষুধ, হারপিক খেয়েছেন এবার স্যাভলন খেয়ে আত্মহত্যা করবেন। পোস্টের সাথে স্যাভলনের ছবি যুক্ত করে দেন।

আর এই ঘটনার জন্য শাহজাহান সম্রাট নামের একজনকে দায়ীও করেন তিনি। তবে কে এই শহজাহান সম্রাট এখন পর্যন্ত জানা যায়নি। তবে শেষ পর্যন্ত তিনি সফল হননি। এখন অনেকটাই সুস্থ তমা।

তমা ২০০৯ সালে ফজলুর রহমানের ‘প্রজাপতি মন’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তমা। নাটকটিতে ছোট্ট একটা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েই কাজে লাগান তিনি। এই নাটকের মাধ্যমে নির্মাতাদের নজর কাড়েন তরুণ এই অভিনেত্রী।

এরপরেই অরুণ চৌধুরীর ‘টুরিস্ট’,মাসুদ মহিউদ্দীনের ‘কেয়ার কম’,সকাল আহমেদের ‘চৌমহল’,মোহন খানের ‘নীড় খোঁজে গাঙচিল’ নাটকগুলোতে নিয়মিত অভিনয় করেন। টিভিপর্দার পাশাপাশি চলচ্চিত্রে নাম লেখিয়েছেন তমা। নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনী’ ছিল তার প্রথম চলচ্চিত্র। এরপর শাহীন সুমনের ‘জটিল প্রেম’,জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’,রাকিবুল আলম রাকিবের ‘প্রেম করবো তোমার সাথে’ এবং কাজী হায়াৎ-এর ‘সর্বনাশা ইয়াবা’ছবিতে অভিনয় করেন তিনি।

তমা ওই ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাকে কারো লাগবে না। কিন্তু অন্যের বিপদে আমি ঠিকই সবকিছু ভুলে গিয়ে তার পাশে থাকি। আর আজ আমি সবার কাছে অপ্রয়োজনীয় হয়ে গেছি। ভালো থেকো তোমরা। আমার চেয়েও অনেক ধনী ঘরের মেয়েকে বিয়ে করে সুখে থেকো। প্রথমে দুই ধরনের ঘুমের ট্যাবলেট, তারপর হারপিক আর এখন স্যাভলন, এইবার আমাকে কে আটকায়? আমার প্রতি সবার ভালোবাসা শেষ হয়ে গেছে। বিদায়। আমার আজকের এই অবস্থার জন্য শুধু শাহজাহান সম্রাট ও তার পরিবার দায়ী। ‘ তমা এখন সুস্থ আছেন বলে জানা গেছে। কালের কন্ঠ