শনিবার, ২২শে এপ্রিল, ২০১৭ ইং ৯ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

আশকোনায় নিহত দুই জঙ্গির মরদেহ আঞ্জুমানে হস্তান্তর

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৯, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানের আশকোনায় নিহত দুই জঙ্গির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার মরদেহ দুটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ইন্সপেক্টর সাইদুর রহমান। মরদেহ দুটি গ্রহণ করেন আঞ্জুমানের ডিউটি অফিসার রুহুল আমিন।

রুহুল আমিন সাংবাদিকদের বলেন, দুই জঙ্গির মধ্যে একজন নারী (অজ্ঞাত পরিচয়) আনুমানিক বয়স (৩৫), অপর জন আনুমানিক বয়স (১৪)।

২৩ ডিসেম্বর দিবাগত রাতে আশকোনার জঙ্গি আস্তানা ‘সূর্যভিলা’য় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। এতে এক নারী আত্মঘাতী বিস্ফোরণে ও কিশোর জঙ্গি টিআরশেলে নিহত হয়। এ সময় স্প্লিন্টারে আহত (আত্মঘাতী বিস্ফোরণের সময়) এক শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। জঙ্গি আস্তানাটিতে মোট ৭ জন ছিলেন। যার মধ্যে প্রথমে চারজন আত্মসমর্পণ করেন। অবশিষ্ট তিনজনের মধ্যে একজন আহত হলেও বাকি দুজন নিহত হন। ইত্তেফাক