g এরদোয়ানের ক্ষমতা বাড়ল, ২০২৯ সাল পর্যন্ত নিশ্চিন্ত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২২শে জুলাই, ২০১৭ ইং ৭ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

এরদোয়ানের ক্ষমতা বাড়ল, ২০২৯ সাল পর্যন্ত নিশ্চিন্ত

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৭, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতা আরও বাড়ানোর প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই জয়ের ফলে এরদোয়ানের ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম হলো।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার অনুষ্ঠিত গণভোটে মোট ব্যালটের ৯৯ দশমিক ৪৫ শতাংশ গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫১ দশমিক ৩৭ শতাংশ। আর ‘না’ ভোট পড়েছে ৪৮ দশমিক ৬৩ শতাংশ।

নির্বাচন বোর্ড জানিয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে।

প্রেসিডেন্ট এরদোয়ান গণভোটের ফলাফলকে ‘স্পষ্ট’ অভিহিত করে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গণভোটের ফলাফল সবাইকে মেনে নিতে আহ্বান জানিয়েছেন এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্কের জনগণ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।

তবে দেশটির প্রধান দুটি বিরোধী দল জানিয়েছে, তারা গণভোটের এই ফলাফল চ্যালেঞ্জ করবে।

গণভোটের ফলাফল আঁচ করতে পেরে রাস্তায় নেমে আসেন এরদোয়ানের সমর্থকেরা। তাঁরা উল্লাস প্রকাশ করেন।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় অর্থ আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক ও তাঁর উত্তরসূরি ইসমেত ইনুনের পর থেকে যেকোনো তুর্কি নেতার চেয়ে বেশি ক্ষমতাধর হবেন এরদোয়ান।

‘হ্যাঁ’ ভোটের জয়ে এখন এরদোয়ানের সাংবিধানিক সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হতে বাধা নেই। এই প্রস্তাব বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত হবে। সৃষ্টি হবে ভাইস প্রেসিডেন্টের পদ। প্রেসিডেন্ট এরদোয়ানের অধীনে চলে যাবে গোটা আমলাতন্ত্র। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হবেন। এককভাবে জরুরি অবস্থা জারি করতে পারবেন। ভেঙে দিতে পারবেন পার্লামেন্ট। তা ছাড়া তাঁর ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথও সুগম হয়েছে।

এ জাতীয় আরও খবর