ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হল চার দিনব্যাপী শিশু চিত্রকলা প্রদর্শনী
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আর এ কে সিরামিকস-২৬তম বার্ষিক চার দিনব্যাপী শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় স্থানীয় শিশু সংগঠন শিশু নাট্যমের আয়োজনে শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে ছবি একে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন চিত্রশিল্পী রেজাউল নবী। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মাসুকুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য ও জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক এস এম ওসমান গণি সজিব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, আজকের শিশুরাই একদিন দেশের নেতৃত্ব দেবে। শিশুদের শরীরে যেন জঙ্গির ছোঁয়া না লাগে সে জন্য অভিভাবকদের সব দিকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু।