রাশিয়ায় পাতাল রেল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০
            AmaderBrahmanbaria.COM
            
          
              এপ্রিল ৩, ২০১৭
            
          আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের একটি পাতাল রেল স্টেশনে বিস্ফোরণ হয়েছে। এঘটনায় ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।সোমবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সামাজিক গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে একটি রেল কামরার দরজা উড়ে গেছে এবং কামরার ভেতরটি বিধ্বস্ত।
দুই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়েছে।
পুতিন বলেন, এটি সন্ত্রাসী হামলা। তদন্তের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
প্রেসিডেন্ট পুতিন এখন সেন্ট পিটার্সবার্গে রয়েছেন বলে জানা গেছে। তাকে ঘটনা জানানো হয়েছে। সোমবার সকালে তিনি শহরটিতে যান তিনি।


