কলম্বিয়ায় ভূমিধসে নিহতদের জন্য বাংলাদেশের শোক
            AmaderBrahmanbaria.COM
            
          
              এপ্রিল ৩, ২০১৭
            
          আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় ভূমিধসে দুই শতাধিক মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে এক শোকবার্তা পাঠিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, আমি শত শত মানুষের দুর্ভাগ্যজনক মৃত্যুতে শোকাহত। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, আমাদের প্রার্থনা ও সমবেদনা নিহত ও আহতদের পরিবারের প্রতি।


