শনিবার, ১১ই মার্চ, ২০১৭ ইং ২৭শে ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

লেভেল প্লেয়িং ফিল্ড এখন থেকে দরকার : মওদুদ

AmaderBrahmanbaria.COM
মার্চ ১০, ২০১৭

 

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের তিন মাস আগে নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য এখন থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ এই মন্তব্য করেন।

‘লেভেল প্লেয়িং ফিল্ড যেটা আমরা বলছি, অনেকে মনে করি নির্বাচনের ওই তিন মাস আগে যদি একটু ভালো অবস্থা থাকে বা নির্বাচনের আগে এক মাস যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। সেটা যথেষ্ট নয়। যদি সুষ্ঠু, অবাধ নির্বাচনের একটা পথ উন্মুক্ত করতে চাই, তাহলে এখন থেকে, এই আজ থেকেই তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করতে হবে’, বলেন মওদুদ।

‘নির্বাচন কমিশনের তারা আজকে বলে দিক, সরকারকে বলুক, যে কোনো বাধানিষেধ থাকবে না, যা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা ২০ দলীয় জোটের কোনো জনসভা আয়োজন করার জন্য।’

বিএনপির এই নেতা বলেন, বিএনপি সংলাপ-সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান চায়। সমঝোতা হলে প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন মওদুদ আহমদ। তিনি বলেন, আদালত নিরপেক্ষ থাকলে খালাস পাবেন বিএনপির চেয়ারপারসন।