শিমুল হত্যায় মেয়র মিরু ফের রিমান্ডে
---
সাংবাদিক শিমুল হত্যামামলায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু ও তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক মনিরুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মেয়র মিরু ও তার ভাই মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছিল।
সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ নজরুল ইসলাম মঙ্গলবার শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এরআগে ১৩ ফেব্রুয়ারি একই মামলায় প্রথম দফায় মিরুসহ ছয়জনকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই মিন্টু ও পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করে। এ সময় মেয়রের পক্ষে দুটি শটগান থেকে গুলি ছোড়ার খবর আসে গণমাধ্যমে।
সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। শিমুল হত্যার ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়রসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন। আর বিজয়কে মারধরের অভিযোগে আরেকটি মামলা করেন তার চাচা এরশাদ আলী।
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিন্ডিকেটের গোপন তথ্য জেনে যাওয়ায় সালমান শাহকে হত্যা করা হয় : নীলা চৌধুরী



ঘিরে রাখা বাড়িতে জঙ্গি মারজানের বোন খাদিজা

বাগমারায় বজ্রপাতে তিন জেলে নিহত
আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযান

