g আমার স্বাক্ষর জাল করে ফেসবুকে বিবৃতি দেয়া হয়েছে : ফখরুল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৭ই অক্টোবর, ২০১৭ ইং ২২শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

আমার স্বাক্ষর জাল করে ফেসবুকে বিবৃতি দেয়া হয়েছে : ফখরুল

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৪, ২০১৭

---

কানাডার ফেডারেল আদালতের রায়ে বিএনপিকে সন্ত্রাসী দল বলে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, এ বিষয় নিয়ে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মির্জা ফখরুলের স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’-এ ভুয়া, বানোয়াট ও ভিত্তিহীন বিবৃতি পোষ্ট করা হয়েছে- বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব।
শুক্রবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ দাবি করেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘কে বা কারা আমার নামে কানাডার আদালত কর্তৃক রায় সম্পর্কিত বিষয় নিয়ে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’-এ ভুয়া, বানোয়াট ও ভিত্তিহীন বিবৃতি পোষ্ট করেছে। আমার ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্যই কোন চক্র এধরণের জালিয়াতির আশ্রয় নিয়েছে। বিবৃতিটিতে আমার যে বক্তব্য দেয়া হয়েছে তা সম্পূর্ণরুপে অসত্য ও মিথ্যাচার। মিথ্যা বিবৃতির সাথে জড়িত জালিয়াত চক্রকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিও আহ্বান- জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর