ব্লাড ফর ব্রাহ্মনবাড়িয়া সংগঠনের ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রণব ভৌমিক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে ইউনিয়নের হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আজ সোমবার ব্লাড ফর ব্রাহ্মনবাড়িয়া সংগঠনের পক্ষ থেকে সারাদিন ব্যাপী ব্লাড ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। যেখানে হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং হাবলাউচ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ গ্রামের মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।যার সংখ্যা সাড়ে তিনশত জনেরর মত। এছাড়া বিশেষভাবে প্রসুতি মায়ের রক্তের গ্রুপ নির্নয় সহ নিরাপদ রক্ত গ্রহন করা সম্পর্কে সচেতননা সৃষ্টি করা হয়। এছাড়া প্রাপ্তবয়স্ক সকল মানুষকে রক্তদানের উপকারিতা সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য দেওয়া হয়।ব্লাড ফর ব্রাহ্মনবাড়িয়ার ক্যাম্পেইনে মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহন লক্ষ করা যায়।স্কুলের প্রধান শিক্ষক সুকুমার দেবনাথ এবং সাবেক প্রধানশিক্ষক,ম্যানেজিং কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন আহমেদ বলেন বর্তমানে রক্ত গ্রহন এবং রক্তদানের জন্য অবশ্যই রক্তের গ্রুপ জানা আবশ্যক। তারা ব্লাড ফর ব্রাহ্মনবাড়িয়া সংগঠনকে ক্যাম্পেইনের জন্য ধন্যবাদ জানান।
এই ব্যপারে ব্লাড ফর ব্রাহ্মনবাড়িয়ার সংগঠনের অন্যতম সদস্য ইসরাত জাহান বলেন, মানুষকে রক্তদান এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার লক্ষেই আমরা বিভিন্ন স্থানে ক্যাম্পেইন করে থাকি। এর পরিক্রমায় আজ হাবলাউচ্চ স্কুলে ক্যাম্পেইন করা হয় এবং অন্যন্য স্কুলেও পরবর্তীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া আগামীকাল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মনবাড়িয়ার অবকাশ পার্কে দুপুর থেকে ফ্রী ব্লাড ক্যাম্পেইন এর আয়োজন করবে আমাদের টিম। যেখানে রক্তদান সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হবে।