সেনাবাহিনীর শীর্ষ ৮ পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক : বড় রদবদল আসছে সেনাবাহিনীর শীর্ষ আট পদে। চিফ অব জেনারেল স্টাফ, ডিফেন্স সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট, সামরিক সচিব, ডিজিএফআই প্রধান, ডেপুটি ফোর্স কমান্ডার, ডিরেক্টর মিলিটারি অপারেশনস, লগ এরিয়া কমান্ডারসহ সেনাবাহিনীর ৫৫, ১০ ও ৯ ডিভিশনে রদবদল হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান আমাদের সময়কে রদবদলের এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৫৫ ডিভিশনের জিওসি মো. নাজিমউদ্দীন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হচ্ছেন। সামরিক সচিব মেজর জেনারেল আব্দুল্লাহিল বাকি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট পদে আসছেন। ১০ম ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউর হাকিম সারওয়ার হাসান আসছেন লজিস্টিক এরিয়া কমান্ডার হিসেবে। ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইনটেলিজেন্সের (ডিজিএফআই) প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আকবর হোসেন হচ্ছেন নবম ডিভিশনের জিওসি।
সেনাবাহিনীর ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান দশম ডিভিশনের জিওসি পদে আসছেন। ৯ম ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান সামরিক সচিবের দায়িত্বে আসছেন। মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট থেকে ডিজিএফআই প্রধান হচ্ছেন এবং ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী ডিরেক্টর মিলিটারি অপারেশনস থেকে ৫৫তম ডিভিশনের জিওসি হচ্ছেন। দৈ.আ.স