কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী দু’গ্রুপের গোলাগুলি, নিহত ১
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কলাতলীর কাটাপাহাড় এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে মোস্তাক আহম্মদ প্রকাশ হাজী মফিজ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের ফজলুল হকের ছেলে।
শুক্রবার ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ২ হাজার ৮০০ পিস ইয়াবা, একটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ইয়াবা ব্যবসায়ীদের দু’পক্ষের বন্ধুকযুদ্ধে মোস্তাক আহমদ নিহত হয়েছে। তবে কোন কোন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, কলাতলির কাটা পাহাড়ে শুক্রবার ভোরে দুইপক্ষের গোলাগুলির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এই সময় তারা গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে। নিহত ব্যক্তি দেশের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোস্তাক আহম্মদ প্রকাশ হাজী মফিজ বলে পুলিশকে এলাকাবাসী নিশ্চিত করেছেন।
তিনি জানান, মফিজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ইয়াবা পাচারের ৬টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নতুন ইসি : বাঘাইছড়ি পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে
কক্সবাজারে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, মিয়ানমারের নাগরিকসহ আটক ৯