রবিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০১৭ ইং ৭ই ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

আইপিএলের ইতিহাসে এবারই যা প্রথম ঘটতে যাচ্ছে

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৭, ২০১৭

যা ছিল কল্প মায়া, সে কী আজ ধরল কায়া। এভাবেই হয়তো এই ঘটনাকে বলা যায়। যা কোনওদিন ঘটেনি, তা এ বার ঘটতে চলেছে। তাও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের মঞ্চে। ২০ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম। সেই নিলামের দিকেই তাকিয়ে গোটা ভারত। ক্রিকেটপাগলরাও সেই দিকেই তাকিয়ে।

আর এই নিলামেই প্রথম বার এমন অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে। ভারতের ফ্যাঞ্চাইজির জার্সি গায়ে মাঠে নামবেন আফগানিস্তানের ক্রিকেটাররা। আইপিএল শুরু হলে সেই দৃশ্যই দেখা যাবে। তার শুরুটা অবশ্য দেখা যাবে এ বারের নিলামে। নিলামে অংশ নিচ্ছেন ৩৫১ জন ক্রিকেটার। এরমধ্যে ১২২ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।

নিলামে অংশ নিতে দেখা যাবে আফগানিস্তানের পাঁচ ক্রিকেটারকেও। জাতীয় দলের অধিনায়ক আসগর স্তানিকজ়াই, মহম্মদ নবি, মহম্মদ শেহজ়াদ, রসিদ খান এবং দৌলত জ়াদরান। এই পাঁচ ক্রিকেটারকে নেবেন কারা? তাঁদের মূল্যই বা কত? জানা গিয়েছে, এই পাঁচ আফগান ক্রিকেটারের মধ্যে শেহজ়াদ এবং রসিদের বেস প্রাইস সবথেকে বেশি। ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ লক্ষ টাকা। তালিকায় রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটসম্যান চিরাগ সুরি।