ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিতে প্রবেশ করছে অ্যাপল
---
অ্যাপল ভক্তরা আইফোনের ওয়্যারলেস চার্জিং সিস্টেমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। আর অ্যাপল এবার ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম এ যোগ দিয়ে সেই সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। সোমবার অ্যাপল তাদের এই কনসোর্টিয়াম এ যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যাপলের একজন মুখপাত্র জানান, অ্যাপল ভবিষ্যতে ওয়্যারলেস চার্জিং উন্নয়নে অংশগ্রহণ এবং নতুন নতুন ধারণায় অবদান রাখতে ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়ামে যোগদান করেছে।
অন্যদিকে, গত সপ্তাহে বিশ্লেষকরা জানিয়েছিলেন, চলতি বছর অ্যাপল তিনটি ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির ফোন উন্মুক্ত করবে। এ ছাড়া বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপলের নতুন আইফোনে ওয়্যারলেস চার্জিং থাকবে বলেও গুজব প্রকাশিত হয়েছিল ।
বাজার বিশ্লেষক আইএইচএস টেকনোলজির ভিকি ইউসুফ জানিয়েছেন, মোবাইল ফোন ব্যাবহারকারীদের ১০ জনের মধ্যে নয়জনই তাদের পরবর্তি ফোনে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি আশা করে। তার ধারণা, চলতি বছর ৩৫০ মিলিয়ন ওয়্যারলেস চার্জিং সিস্টেমের ডিভাইস বাজারে আসবে।