মঙ্গলবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২রা ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

মুসলমানদের জন্য কয়েকটি সেরা দেশ সম্পর্কে জানুন

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৪, ২০১৭

‘গ্লোবাল ইসলামিক ইকোনমি রিপোর্ট ২০১৬-১৭’ প্রকাশিত ওই প্রতিবেদনটিতে মালয়েশিয়াকে সেরা মুসলিম দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সবার সেরা হলো মালয়েশিয়া!
এই তালিকায় সবার ওপরে রয়েছে মালয়েশিয়ার নাম। মালয়েশিয়ার মোট পয়েন্ট ১২১!

২য় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত
৮৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় সেরা মুসলিমবান্ধব দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাত।

সৌদি আরবের চেয়ে এগিয়ে বাহরাইন
সৌদি আরবের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে বাহরাইন রয়েছে এই তালিকার তৃতীয় স্থানে।

৪র্থ স্থানে রয়েছে সৌদি আরব
সৌদি আরবের মোট পয়েন্ট হলো ৬৩। তাই তারা রয়েছে চতুর্থ স্থানে।

৫ম স্থানে ওমান
পাকিস্তানের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে ওমান রয়েছে এই তালিকার পঞ্চম স্থানে।

৬ষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান
সেরা মুসলিমবান্ধব দেশগুলোর তালিকায় মোট ৪৫ পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে। অবশ্য হালাল খাবার বেশি পাওয়া যায় এমন দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দেশটি৷ বেশি ইসলামি বিনিয়োগের ক্ষেত্রে পাকিস্তান রয়েছে সপ্তম স্থানে।

৭ম স্থানে কুয়েত
৭ম স্থানে থাকা কুয়েতের মোট পয়েন্ট ৪৪। ইসলামি বিনিয়োগে ষষ্ঠ ও বেশি ইসলামি মিডিয়া রয়েছে এমন দেশগুলোর তালিকার শীর্ষ দশে রয়েছে এই দেশটি।

৮ম স্থানে কাতার
মোট পয়েন্ট ৪৩ নিয়ে কাতারের স্থান অষ্টম। হালাল ও ইসলামি বিনিয়োগ ও বেশি ইসলামি মিডিয়া রয়েছে এমন দেশগুলোর তালিকার শীর্ষ দশে রয়েছে এই দেশটি।

জর্ডান ৯ম স্থানে
মধ্যপ্রাচ্যের এই দেশটি ৩৭ পয়েন্ট নিয়ে জর্ডান রয়েছে নবম স্থানে। ইসলামি বিনিয়োগের ক্ষেত্রে দেশটি রয়েছে ৯ নম্বরে।

ইন্দোনেশিয়া ১০ম স্থানে
৩৬ পয়েন্ট নিয়ে ইন্দোনেশিয়া রয়েছে তালিকার ১০ নম্বরে। ইসলামি বিনিয়োগে দেশটি রয়েছে ৯ নম্বরে। অপরদিকে হালাল কসমেটিক্স ও হালাল ওষুধ বেশি পাওয়া যায় এমন দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া রয়েছে ৮ম স্থানে।

বাংলাদেশ
২৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে তালিকার ১৫ নম্বরে। ১৫টি সেরা মুসলিমবান্ধব দেশের তালিকায় বাংলাদেশের পূর্বে রয়েছে ইরান, সুদান, ব্রুনেই ও সিঙ্গাপুর।