বান্দরবানে সেনা-সন্ত্রাসী গোলাগুলিতে নিহত ১
নিউজ ডেস্ক : বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম নাইক্ষ্যংমুখে সোমবার বিকালে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় মাংপ্রেন মুরুং (৮) ও নোং মুরুং (৭) নামের দু’ শিশু গুলিবিদ্ধ হয়েছে। তাদের একজনকে লামা হাসপাতালে, অন্যজনকে চট্রগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকালে সেনা টিম নাইক্ষ্যংমুখ এলাকায় যায়। এসমসয় ১৩-১৪ জন অস্ত্রধারী পাহাড়ি, সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি ছোড়ে। এসময় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে দু’ শিশু গুলিবিদ্ধ হয়। নিহত হন এক পাহাড়ি সন্ত্রাসী। নিহত ব্যক্তির নাম জানা যায়নি।
বান্দরবান সেনা জোনের মেজর মেহেদী বলেন, সন্ত্রাসী দলের সদস্যরা চাঁদা নিতে এলে সেনাবাহিনীর দলটি তাদের ঘিরে ফেলে। এসময় গোলগুলি হয়।