সব উপজেলায় বি আরটিসি বাস চালুর ঘোষণা কাদেরের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,দেশের ৩১টি জেলার ৭৮টি উপজেলায় বি আরটিসির বাস সার্ভিস রয়েছে। নতুন বাস সংগ্রহের পর চাহিদা অনুযায়ী বাকি উপজেলাগুলোতেও বি আরটিসি বাস চালু করা হবে।
সোমবার জাতীয় সংসদে মাহফুজুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বি আরটিসির বাস বহরে মোট এক হাজার ৫৩৮টি বাস রয়েছে। এরমধ্যে ৯৯৪টি বাস চলমান উপযোগী।
আরেক সদস্যের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, সারাদেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ২৮,৯৫,৬৬৫ টি। এরমধ্যে মোটরসাইকেলের সংখ্যা ১৭, ২৬,৯৯৪ টি।
এসময় তিনি আরো জানান, ১০ বছরের অধিক সময় ধরে ফিটনেসবিহীন যানবাহনের রেজিস্ট্রেশন স্থগিত আছে।
দেশে বড় বড় সেতু নির্মাণে পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে পদ্মা নদীর উপর দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করার সরকারের পরিকল্পনা রয়েছে।
বিকাল ৪টা ৫০ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।