মুশফিকের অটোগ্রাফ নিলেন অশ্বিন
স্পোর্টস ডেস্ক :হায়দরাবাদ টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে দুই দলের ক্রিকেটাররা ফিরছিল ড্রেসিং রুমে। ঠিক ওই সময় মুশফিকুর রহিমের দিকে বল হাতে এগিয়ে গেলেন রবিচন্দ্রণ অশ্বিন। বল ও কলম দিয়ে মুশফিকের কাছে স্বাক্ষর চাইলেন!
বাংলাদেশ অধিনায়ক হাসিমুখেই মেটালেন দাবি। হাসতে হাসতেই বাংলাদেশের অধিনায়ক অটোগ্রাফ দিলেন রবিচন্দ্রন অশ্বিনকে!
ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘মাইলফলক ছোঁয়া সেই বলে অটোগ্রাফ চেয়েছিলেন অশ্বিন।’
আগের দিন মুশফিককে আউট করেই অশ্বিন নাম লিখিয়েছেন ইতিহাসে। গড়েছেন সবচেয়ে কম ম্যাচ খেলে ২৫০ উইকেটের রেকর্ড। উইকেট নেওয়া সেই বলেই আড়ইশতম শিকারের স্বাক্ষর রেখে দিলেন শিকারি।
উল্লেখ্য ৪৫ টেস্ট খেলে ২৫০ উইকেট ছুঁয়ে অশ্বিন ভেঙেছেন ৩৫ বছর পর পুরোনো রেকর্ড। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেনিস লিলির, ৪৮ টেস্টে। দ্বিতীয় ইনিংসে আরও চারটি উইকেট নিয়ে অশ্বিন নিজের শিকার সংখ্যা নিয়ে গেছেন ২৫৪ টিতে।