ফের ছক্কা হাঁকালো ‘লা লা ল্যান্ড’
যা ধারণা করা হয়েছিল, তা-ই হলো। ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডসেও বেশিরভাগ পুরস্কারই জিতলো ‘লা লা ল্যান্ড’।
হলিউডের সংগীতনির্ভর এই প্রেমের ছবিটি সেরা চলচ্চিত্রসহ ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে।
‘লা লা ল্যান্ড’-এর জন্য সেরা পরিচালক হয়েছেন ড্যামিয়েন শেজেল। এ ছবিতে হলিউডের উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রীর চরিত্রে দারুণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এমা স্টোন।
তবে সেরা অভিনেতা বিভাগে ‘লা লা ল্যান্ড’ তারকা রায়ান গসলিং হেরে গেছেন ‘ম্যানচেস্টার বাই দ্য সি’র অভিনয়শিল্পী ক্যাসি অ্যাফ্লেকের কাছে। ‘লায়ন’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন দেব প্যাটেল। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভায়োলা ডেভিস (ফেনসেস)।
রবিবার (১২ ফেব্রুয়ারি) লন্ডনের রয়েল অ্যালবার্ট হলে এবারের বাফটা বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। এতে আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে কেন লোচের স্বর্ণপামজয়ী ছবি ‘আই, ড্যানিয়েল ব্লেক’।
এর আগে গোল্ডেন গ্লোবসহ হলিউডের বেশিরভাগ পুরস্কারগুলোতে আধিপত্য বিস্তার করেছে ‘লা লা ল্যান্ড’। অস্কারেও রেকর্ডসংখ্যক ১৪টি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি।
বাফটা- ২০১৭ আসরে বিভিন্ন বিভাগে সেরার তালিকা-
চলচ্চিত্র: লা লা ল্যান্ড
অভিনেতা: ক্যাসি অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি)
অভিনেত্রী: এমা স্টোন (লা লা ল্যান্ড)
পরিচালক: ড্যামিয়েন শেজেল (লা লা ল্যান্ড)
পার্শ্ব অভিনেতা: দেব প্যাটেল (লায়ন)
পার্শ্ব অভিনেত্রী: ভায়োলা ডেভিস
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ছবি: আই, ড্যানিয়েল ব্লেক
মৌলিক চিত্রনাট্য: কেনেথ লোনারগ্যান (ম্যানচেস্টার বাই দ্য সি)
অ্যাডাপ্টেড চিত্রনাট্য: লুক ডেভিস (লায়ন)
অ্যানিমেটেড ছবি: কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস
বিদেশি ভাষার ছবি: সান অব সোল
প্রামাণ্যচিত্র: থার্টিন্থ
মৌলিক সুর: জাস্টিন হারউইৎজ (লা লা ল্যান্ড)
চিত্রগ্রাহক: লাইনাস স্যান্ডগ্রেন (লা লা ল্যান্ড)
সম্পাদনা: জন গিলবার্ট (হ্যাকসো রিজ)
শিল্প নির্দেশনা: স্টুয়ার্ট ক্রেগ ও আনা পিনোক (ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম)
পোশাক পরিকল্পনা: ম্যাডেলিন ফন্টেইন (জ্যাকি)
রূপসজ্জা ও চুল: জে. রয় হিল্যান্ড ও ড্যানিয়েল ফিলিপস (ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স)
শব্দ: অ্যারাইভাল
স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস: দ্য জঙ্গল বুক
রাইজিং স্টার অ্যাওয়ার্ড: টম হল্যান্ড (দর্শক ভোটে নির্বাচিত)
ফেলোশিপ: মেল ব্রুকস