‘প্রমাণ করেছি আমরা ভারতে খেলার যোগ্য’
স্পোর্টস ডেস্ক : টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৭ বছর পর বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ভারত। এতোদিন বাংলাদেশকে নিয়ে অবহেলাই করেছে দেশটি। বাংলাদেশ টেস্টে উইকেটে টিকতে পারে না এমন অজুহাতেই এতোদিন টেস্ট খেলতে আমন্ত্রণ জানায়নি ভারত।
তবে ভারতে প্রথমবারের মতো টেস্ট খেলতে গিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে টাইগাররা। ভারতের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। ভারতের মাটিতে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দেশ ইনিংস ব্যবধানে বার বার হেরেছে।
তবুও তাদের সঙ্গে বার বার সিরিজ আয়োজন করলেও বাংলাদেশের টেস্ট খেলার সামর্থ্যের প্রশ্ন তুলেছে ভারত। তবে বাংলাদেশ সেটা প্রমাণ করেছে। তারাও ভারতের মাটিতে টেস্ট খেলার যোগ্য।
ম্যাচ শেষে একটি বেসরকারি টেলিভিশনে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও সেই কথাই বললেন।
বুলবুল বলেন, ভারতের মাটিতে আমরা টেস্ট খেলার যোগ্য তা প্রমাণ করেছি। তারা এতোদিন আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সেখানে খেলতে যাওয়ার আমন্ত্রণ জানায়নি।
তবে ম্যাচটি ড্র করতে পারলে আরও ভালো হতে বলে জানান বুলবুল।
তিনি বলেন, কিছু কিছু ড্র জয়ের সমতুল্য। কিন্তু আমরা ড্রয়ের কাছাকাছি গিয়েও তার করতে পারিনি।
বুলবুল অবশ্য টাইগার বোলারদের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন। তার মতে টেস্টে আরও অভিজ্ঞ বোলার দরকার।