মঙ্গলবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২রা ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে নিষিদ্ধ ‘ভ্যালেন্টাইন্স ডে’!

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১৩, ২০১৭

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘ভ্যালেন্টাইন্স ডে’র উৎসব নিষিদ্ধ করেছেন দেশটির একটি আদালত।বিধর্মী সংস্কৃতি এটি। মুসলিম সংস্কৃতি নয় বিধায় আদালত এ রায় দেন।

 

ইসলামাবাদ হাই কোর্টের এ ঘোষণার ফলে তাৎক্ষণিকভাবে জনসমক্ষে ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কিত সব অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা বহাল করা হয়েছে।

গণমাধ্যমকেও এ দিবস সম্পর্কিত কোনো অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ কিংবা প্রচারণা না চালানোর নির্দেশনা দেয় আদালত।

আদালতে দাখিল করা একটি বেসরকারি পিটিশনে বলা হয়েছিল, ভ্যালেন্টাইন্স ডে ইসলামী শিক্ষার বিরোধী। যার ওপর ভিত্তি করে আদালত এই নিষেধাজ্ঞা জারি করে।

এর আগেও পাকিস্তানে ‘ভ্যালেনটাইন ডে’ নিষিদ্ধ করা হয়েছিল।

এটি একটি খ্রিস্টান ধর্মীয় উৎসব। গতবছর একটি পত্রিকায় দিনটিকে ‘অশ্লীলতার উৎসব’ আখ্যায়িত করে একটি বিজ্ঞাপনও প্রচার করা হয়।

সাধারণ পাকিস্তানিদের অনেকে এটাও মনে করে যে, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের কষ্টার্জিত অর্থ ব্যয় করানোর জন্য পণ্য বিক্রির উদ্দেশ্যে ভ্যালেইন্টাইন্স ডে-র প্রচারণা চালাচ্ছে।

গতবছর পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইনও বলেছিলেন, ‘‘ভ্যালেন্টাইন্স ডে একটি পশ্চিমা প্রথা, যা পাকিস্তানের সংস্কৃতির অংশ নয়।’’

যদিও ভালোবাসা দিবসের ওপর আদালতের এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ইসলামাবাদেই বহাল থাকবে। দেশটির অন্যান্য স্থানে দিনটি পালনে আইনগত কোন বাধা নেই।