তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট (ভিডিও)
---
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বুধবার বিকালে একটি বিশেষ বিমানে তিনি ঢাকায় এসে পৌঁচ্ছান। এসময় তাকে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিমানবন্দরে স্বাগত জানান, খবর একাত্তর টেলিভিশন।
ফিলিস্তিনের এই প্রেসিডেন্টের এটিই প্রথম রাষ্ট্রীয় সফর। তবে এর আগে কয়েকবার বিমানবন্দরে যাত্রাবিরতি করেছেন তিনি।
তিন দিনের এই সফরে বুধবার রাতেই পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে মাহমুদ আব্বাসের সৌজন্য সাক্ষাতের কথা আছে। বৃহস্পতিবার দুপুরে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শনের পর বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। এছাড়া প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত আলোচনা হবে।
শুক্রবার দুপুরে ঢাকা ছাড়বেন ফিলিস্তিন প্রেসিডেন্ট। এসময় পররাষ্ট্রমন্ত্রী তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন।






রোহিঙ্গা সঙ্কট নিরসনে শেখ হাসিনার ৬ প্রস্তাব

রোহিঙ্গা মিয়ানমারের নিজস্ব সমস্যা, নাক গলালে ঝামেলা : রাশিয়া
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাচ্ছেন সব দেশের কূটনৈতিক ও রাষ্ট্রদূতরা

বাংলাদেশ সর্বাধিক আশ্রয়দাতা দেশ : ৭ দেশে আশ্রয় নিয়েছে ১২ লক্ষাধিক রোহিঙ্গা