কখনো কোচ হবেন না রোনালদিনহো
স্পোর্টস ডেস্ক :ফুটবলাররা যখনই প্রাক্তন হয়ে ওঠেন, তখনই প্রশ্নটা এসে যায়, কখন কোচিং শুরু করছেন? কারও কারও ক্ষেত্রে খেলা ছাড়ার আগে থেকেই এই প্রশ্নটা তাড়া করে।
আর রোনালদিনহোর মতো তারকা হলে তো কথাই নেই। আন্তর্জাতিক ফুটবলের আবহ থেকে প্রায় এক দশক হল অনেকটাই দূরে আছেন। তবু যেখানে যান, তাঁকে ঘিরে তৈরি হয়ে যায় বাড়তি উন্মাদনা। যমন এখন প্যারিসে হচ্ছে। নিজের পুরনো ক্লাবের আমন্ত্রণেই সেখানে যাওয়া। ফুটবলারদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিলেন। কিছুটা যেন নস্টালজিক হয়ে পড়লেন।
অবধারিতভাবেই এল সেই প্রশ্নটা, কোচিংয়ে কখন আসছেন? চাইলে হেঁসে এড়িয়ে যেতেই পারতেন। কিন্তু রোনালদিনহো সহজ কথাটা সহজভাবেই বললেন, ‘এখন কেন!, আমি হয়ত কখনই কোচ হব না। সবার দ্বারা সবটা হয় না। আমার নব্বই মিনিট টানা ম্যাচ দেখার ধৈর্যই নেই। এখনও যখন টিভিতে দেখি, ঘুরিয়ে ফিরিয়ে দেখি। গোলগুলো, সেরা মুহূর্তগুলো দেখি। তাই আমার পক্ষে ভাল কোচ হয়ে ওঠা মুশকিল।