রবিবার, ২৯শে জানুয়ারি, ২০১৭ ইং ১৬ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

ছায়ামন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৭, ২০১৭

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকী ছায়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। বেক্সিটের সমর্থনে একটি বিলের পক্ষে ভোট দিতে বলায় তিনি ছায়ামন্ত্রীর পদ থেকে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে যাওয়ার প্রক্রিয়া শুরুর জন্যই এই বিলটির প্রস্তাব আনা হয়। খবর দ্য গার্ডিয়ানের।

লেবার পার্টির নেতা জেরেমি করবিন এই বিলটিকে সমর্থন করার জন্য তিনি তার এমপিদের প্রতি অনুরোধ জানান। কিন্তু টিউলিপ সিদ্দিকী বিলের পক্ষে সমর্থন দিতে পারছেন না বলে জানান। আর সেই কারণেই তিনি ছায়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

এ প্রসঙ্গে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকী বলেন, “তিনি দলের সামনের সারির আসনের নেতাদের সঙ্গে একাত্মতা বোধ প্রকাশ করতে পারছেন না। ”

জেরেমি করবিনের কাছে লেখা পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, “আমার নির্বাচনীয় এলাকায় ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের বিষয়টি বিশাল অনিশ্চয়তা তৈরি করেছে। যেখানে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন যে, ইউনিয়ন ছেড়ে আসার বিষয়টি সম্ভাব্য সুবিধার চেয়ে অসুবিধাই বেশি তৈরি করবে। ”

ইউরোপিয়ান ইউনিয়ন (নোটিফিকেশন অফ উইথড্রয়াল) বিল বা ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রত্যাহার সংক্রান্ত এই বিলটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। এই বিলটিকে আর্টিকেল ফিফটি নামেও ডাকা হচ্ছে। সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল যে, ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে যেতে এ রকম একটি বিধি থাকতে হবে। ব্রিটিশ পার্লামেন্টে সামনের সপ্তাহে এর উপর ভোট হবে বলেও জানা গেছে।

লেবার পার্টির নেতা জেরেমি করবিন এই আর্টিকেল ফিফটিকে সমর্থন করার জন্য তার পার্টির এমপিদের অনুরোধ করেছেন। এর পক্ষে ভোট দেয়ার জন্য এমপিদের কাছে তিনি থ্রি-লাইন হুইপ বা অতি গুরুত্বপূর্ণ নির্দেশনাও পাঠিয়েছেন বলে জানা গেছে।

জেরেমি করবিন বলছেন, “দলের সদস্যরা যে চাপ এবং সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা তিনি বুঝতে পারেন। তবে গুরুত্বপূর্ণ বিষয়ে সবার একমত হওয়া দরকার এবং আর্টিকেল ফিফটি যাতে আটকে না যায়, সেটিও সবার নিশ্চিত করা দরকার। ”

উল্লেখ্য, ব্রিটেনে পার্টির অতি গুরুত্বপূর্ণ নির্দেশনার সাথে একমত না হতে পারলে পার্লামেন্টে দলের সামনের সারির নেতারা তাদের পদ থেকে সরে দাঁড়ানোর রীতি রয়েছে।