g সাংবাদিক নির্যাতন : ১৩ পুলিশ শনাক্ত, বরখাস্ত ১ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২১শে অক্টোবর, ২০১৭ ইং ৬ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

সাংবাদিক নির্যাতন : ১৩ পুলিশ শনাক্ত, বরখাস্ত ১

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৬, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিককে নির্যাতনের ঘটনায় জড়িত ১৩ পুলিশ সদস্যকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে এএসআই এরশাদ মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন, রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার।

এর আগে বৃহস্পতিবার বিকেলে এএসআই এরশাদ মণ্ডলকে বরখাস্ত করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে শাহাবাগ থানায় পুলিশি নির্যাতনের শিকার হন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের দুই সাংবাদিক।

সুন্দরবন রক্ষা এবং রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বাতিলের দাবিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধবেলা হরতালের চিত্র ধারণ করতে শাহবাগ থানার ফটকে অবস্থান করছিলেন এটিএন নিউজের ক্যামেরা পারসন আব্দুল আলিম।

এসময় দুই পুলিশ সদস্য তাকে ধাক্কা দিয়ে থানার মধ্যে নিয়ে পেটাতে থাকে। চ্যানেলটির প্রতিবেদক ইশান বিন দিদার তাকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও পুলিশ মারধর করে।

পুলিশ তাদের মেরে থানা ফটকের বাইরে বের করে দেয়। পরে অন্য সাংবাদিকরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

এ জাতীয় আরও খবর