রবিবার, ৩০শে এপ্রিল, ২০১৭ ইং ১৭ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

সরাইলে ৩ দিন ব্যাপি ‘উন্নয়ন মেলা’র উদ্ভুধন

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৯, ২০১৭

সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : “উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র” এ শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে জনগণের সামনে তুলে ধরার উদ্যেশ্যে গতকাল সোমবার থেকে সরাইল উপজেলা চত্বরের খোলা মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩ দিন ব্যাপী ‘উন্নয়ন মেলা’র উদ্ধুধন করেন প্রধানমন্ত্রী। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও’র নেতৃত্বে শিক্ষার্থী ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য লোকদের অংশ গ্রহনে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। বিকেলে মেলার ৩৭টি ষ্টল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। পরিদর্শনকালে এমপি’র সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, সহকারি কমিশনার (ভূমি) মৌসুমী বাইন হিরা সহ সরকারি কর্মকর্তা বৃন্দ। সরকারের সকল উন্নয়নকে জনগণের সামনে তুলে ধরাই এ মেলার মূল লক্ষ্য। সরকারি সকল দফতর, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, নারী উন্নয়ন ফোরাম ও এনজিও সমূহ ষ্টল বরাদ্ধ নিয়ে প্রত্যেকের কর্মকান্ড ডিসপ্লে করেছেন। মেলা চলবে আগামী বুধবার বিকাল ৫টা পর্যন্ত। মেলার প্রত্যেকটি ষ্টল সকল শ্রেণি পেশার দর্শনার্থীদের জন্য উম্মূক্ত।