বৃহস্পতিবার, ২৫শে মে, ২০১৭ ইং ১১ই জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

বাজারে ভরপুর সবজি, কমেনি দাম!

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৯, ২০১৭

---

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর প্রতিটি বাজা‌রে প্র‌তি‌দিন আস‌ছে সব‌জি,বাজা‌রে এখন ভরেছে সবজিতে। তবে এর প্রভাব পড়ছে না সবজির দামে।আজ শুক্রবার রাজধানী কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে বিক্রি হওয়া দামেই আজকের বাজারে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি।

বেগুন প্রতি কেজি ৫০ টাকা, পটল প্রতি কেজি ৩০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১০৭ টাকা, লাল আলু প্রতি কেজি ২৫ টাকা আলু প্রতি কেজি ২৫ টাকা, লেবু প্রতি হালি ৩০ টাকা ,পাকা মরিচ প্রতি কেজি ২২০ টাকা লাউ প্রতি পিস ৫০ টাকা জালি কুমড়া প্রতি পিস ৩০ টাকা সাজনা ডাটা প্রতি কেজি ৪০ টাকা,মিষ্টি কুমড়া ছোট প্রতি পিস ২০-৩০ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা, বাঁধা কপি প্রতি পিস ৩০ টাকা, ব্যাটরুট প্রতি কেজি ১০০ টাকা, পুইশাক প্রতি কেজি ২০ টাকা, ডিম প্রতি হালি ৩২ টাকা, ভেনডি প্রতি কেজি ৩০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৪০ টাকা কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, চিচিংগা প্রতি কেজি ৪০ টাকা বরবটি প্রতি কেজি ৪০ টাকা, আদা প্রতি কেজি ১৮০ টাকা, রসুন (ইন্ডিয়া) প্রতি কেজি ২০০ টাকা, দেশি রসুন প্রতি কেজি ১৬০ টাকা, পেঁয়াজ ইন্ডিয়া প্রতি কেজি ৩০ টাকা, করল্লা প্রতি কেজি ৪০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৪০ টাকা, শসা প্রতি কেজি ৩০ টাকা, ছোলা প্রতি কেজি ৪৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ১২০ টাকা, মসুর ডাল ইন্ডিয়া প্রতি কেজি ১০০ টাকা, মুগ ডাল প্রতি কেজি ১২০ টাকা, খেশারী ডাল প্রতি কেজি ৬৫ টাকা, বুট ডাল প্রতি কেজি ৭০ টাকা।

মিনিকেট চাল প্রতি কেজি ৫২ টাকা, নাজিরশাই চাল প্রতি কেজি ৫৬ টাকা, চিনি গুঁড়া চাল প্রতি কেজি ১২০ টাকা, আতোপ প্রতি কেজি ৬০ টাকা, দাওয়াত বাসমাতি চাল প্রতি কেজি ২২০ টাকা, দাওয়াত বাসমাতি বিরিয়ানি চাল প্রতি কেজি ২২৫ টাকা, প্রাণ চিনি গুঁড়া চাল প্রতি কেজি ১২০ টাকা, চাষি চিনি গুঁড়া চাল প্রতি কেজি ১২৫ টাকা, তীর আটা প্রতি কেজি ৩৮ টাকা তীর ময়দা প্রতি কেজি ৪৪ টাকা, বেসন প্রতি কেজি ৭০ টাকা, কচু মুখি প্রতি কেজি ৪০ টাকা। কাঁচা হলুদ প্রতি কেজি ১৭০ টাকা, কচু লতি প্রতি কেজি ৩৫ টাকা, লম্বা কচু প্রতি কেজি ৪০ টাকা, লাউ শাক প্রতি পিস ৩০ টাকা, লাল শাক প্রতি আটি ২০ টাকা, পালং শাক প্রতি আটি ১৫ টাকা, কলমি শাক প্রতি পিস ১০ টাকা, মেহেদী পাতা প্রতি পিস ৩০ টাকা, ধনিয়া পাতা প্রতি কেজি ৪০ টাকা, গাজর প্রতি কেজি ৪০ টাকা, টমেটো প্রতি কেজি ৫০ টাকা, পুদিনা পাতা প্রতি পিস ২৫ টাকা, পাটালি গুড় প্রতি কেজি ১২৫ করুন, এ সি আই লবণ প্রতি কেজি ৩০ টাকা, এ সি আই চিনি প্রতি কেজি ৫৪ টাকা, ফ্রেশ চিনি কেজি ৫২ টাকা। গরুর মাংস ৫০০ টাকা, খাসি ৮০০ টাকা, ফার্ম এর মুরগী ১৫০ টাকা, ‌দেশী মুরগী ৪২০ টাকা কেজি।

পণ্যে বাজার পরিপূর্ণ হলেও বিক্রেতাদের দাবি, রাজধানীতে চাহিদার তুলনায় বাজারে সবজির সরবরাহ অনেক কম। ফলে অধিকাংশ সবজিই বাড়তি দামেই বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, রাজধানীবাসীকে জিম্মি করে ব্যবসা করছেন সবজি ব্যবসায়ীরা। সবজির বাজারে কোনো ধরনের দর-দাম ছাড়াই ব্যবসায়ীদের নির্ধারিত দামেই সব সবজি কিনতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর